মাসুম রেজা

মাসুম রেজা

মাসুম রেজা

মাসুম রেজার জন্ম কুষ্টিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Applied Physics & Electronics-এ স্নানকোত্তর ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্র হিসেবে স্বতঃস্ফূর্তভাবে বেছে নেন নাট্যচর্চা এবং সাহিত্য। লেখ ও অভিনয় শুরু ছাত্রজীবন থেকে, বিশিষ্ট নাট্য সংগঠন বোধন-এর প্রতিষ্ঠার মাধ্যমে। বিশ্ববিদ্যালয় জীবনে অনুশীলন নাট্যদলের মাধ্যমে নাট্যচর্চায় আরো নিমগ্ন হন। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে শুরু করেন নাট্যরচনা যা অব্যাহত চর্চার মাধ্যমে অর্জন করে নিজস্ব শিল্পমান। জনপ্রিয় ও ভিন্নধারার মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হিসাবে মাসুম রেজার অবস্থান অত্যন্ত সংহত। উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে- বিরসা কাব্য, নিত্যপুরাণ, আরজ চরিতামৃত, জল বালিকা, বাঘাল, শামুকবাস, সুরগাঁও, জলবাসর, পারাপার ও ইবসেন থেকে রুপান্তরিত নাটক ভক্ত। শতাধিক জনপ্রিয় টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে শতপর্বের রঙের মানুষ, ভবের হাট ছাড়াও অসংখ্য একপর্বের নাটক। আছে অর্ধডজন পথনাটক। সম্প্রতি তাঁর লেখার ধারায় যুক্ত হয়েছে চিত্রনাট্য এবং উপন্যাস।

মাসুম রেজা এর বই সমূহ

Showing 1 to 2 of 2
View
Sort
0

৳ 0