রেজওয়ান আহমেদ

রেজওয়ান আহমেদ

রেজওয়ান আহমেদের জন্ম পটুয়াখালী জেলা সদরে ১৯৯১ সালের ৭ এপ্রিল। বেড়ে ওঠা পটুয়াখালী শহরেই। প্রচুর গান শোনার অভিজ্ঞতা থেকে গীতিকবিতা এবং ছড়া লিখতে শুরু করেন স্কুলজীবনেই। বিশ্ববিদ্যালয়জীবনে এসে লেখার গতিপথে পরিবর্তন আসে। এসময় কিছুকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন। লেখালেখির তুমুল নেশা তাকে স্রোতের বিপরীতে হেঁটে অন্য নদীর মুখ বেছে নিতে বাধ্য করে। ছেড়ে দেন এলএল.বি. ডিগ্রি। পরবর্তীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হন। গল্প লিখতে শুরু করেন ২১ বছর বয়সে। তারপর কিছুদিন লেখালেখিতে অনিয়মিত ছিলেন। পরবর্তীতে পুরোদমে গল্প লেখায় মন দেন। এ সময় তার লেখা ‘স্টাফ কেবিন’, ‘আওয়াজ’, ‘লেখক সাহেবের বিচার’, ‘ঘরছাড়া’, ‘বুড়ো-বুড়ি’, কক্ষসহচর’, ‘গোলাপগন্ধী চিরকুট’— গল্পগুলো পরিচিতদের মাঝে বেশ আলোচিত হয়। তার লেখা ভিন্ন আঙ্গিকের বুক-রিভিউ প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে তার লেখা কিছু বুক-রিভিউ ‘বইচারিতা’ ম্যাগাজিনের পোর্টালে প্রকাশিত হয়েছে। তার চলমান গবেষণার একটি হচ্ছে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের গদ্যে নারীর অন্তর্চারিত্রিক এবং আন্তর্চারিত্রিক বৈচিত্র্য’ এবং অন্যটি ‘লোকঐতিহ্যে ফ্রয়েডীয় চেতনার ধারা : শিল্পচৈতন্যের সূত্রসন্ধান’। নন্দিত কথাসাহিত্যিক মোহিত কামালের স্নেহধন্য এ লেখকের প্রথম উপন্যাস ‘গ্রাস’। উল্লেখ্য তাঁর প্রেরণায়ই উপন্যাস লেখার সাহস করেছেন লেখক।

রেজওয়ান আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon