শারাবান তহুরা

শারাবান তহুরা

জন্ম ১৩ ডিসেম্বর ১৯৫৫। উত্তরবঙ্গ জয়পুরহাট সদর। পিতা: মোহাম্মদ আলী (মরহুম) পেশায় শিক্ষক। মাতা: সুফিয়া বেগম। (মরহুমা) গৃহিণী। তিন বোন এক ভাই। কবি সবচেয়ে ছোট মেয়ে, শিক্ষক বাবার কর্মস্থল জয়পুরহাট শহরেই কেটেছে প্রায় পুরোটা জীবন। স্কুল/কলেজ- জয়পুরহাট মহিলা মহাবিদ্যালয় হতে এইসএসসি পাশ করেন, চাকরি জয়পুরহাট চিনিকল। শৈশব ও কৈশোর থেকেই লেখালেখি ও চিত্রাঙ্কনে হাতেখড়ি। স্কুল ম্যাগাজিনে জীবনের প্রথম কবিতা 'কিশলয়ে', পরবর্তীতে 'মহিলা মহাব্যিালয়' স্মরণিকায় কবিতা 'একুশে ফেব্রুয়ারি' ছাপা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে দৈনিক করতোয়া, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা, আনন্দ আলো, চিত্র বাংলা, আন্দরকিল্লা, কানামাছি, সাশ্রয় নিউজ মিডিয়া সাহিত্য স্পেশাল-কলকাতায় লেখা চলমান। জয়পুরহাট সরকারি গ্রন্থাগার-এর আজীবন সদস্য। ঢাকা সাহিত্য পরিষদ-এর আজীবন সদস্য, সাহিত্য সংসদ জয়পুরহাট সদর-এর অন্যতম সংগঠক। কবির প্রথম কাব্যগ্রন্থ 'কৈশোর এক কাঁচের মার্বেল', দ্বিতীয় কাব্যগ্রন্থ 'স্বল্পদৈর্ঘ্য জীবন'। ২০২৩ ও ২০২৪ এ প্রকাশিত হয়। ২০২৫ বইমেলা উপলক্ষ্যে- 'যৌবন এক দুরন্ত আকাশ' প্রকাশিত হলো।

শারাবান তহুরা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon