বিল্লাল হোসেন প্লাবন

বিল্লাল হোসেন প্লাবন

বিল্লাল হোসেন প্লাবন পুরান ঢাকার লালবাগে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে জন্মগ্রহণ করেন। লেখালেখির শখটা তার ছোটবেলা থেকেই । স্কুল জীবনে তিনি স্কুল কালচারাল প্রোগ্রামগুলোতে স্ক্রিপ্ট লেখার মধ্য দিয়ে তার লেখা জন সম্মুখে আনেন । এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লিখতেন । কর্মজীবিনের ব্যস্ততায় অনেক বছর লেখালেখি থেকে বেশ দূরে ছিলেন তিনি । তবে গতবছর কয়েকটি যৌথগন্থে লেখার মধ্য দিয়ে তিনি আবার লেখালিখির জগতে ফেরত আসেন । ব্যক্তিগত জীবনে তিনি একটি প্রাইভেট ফার্মের সিনিয়র কর্মকর্তা। লেখালেখি ছাড়া গানের প্রতি আছে লেখকের তীব্র অনুরাগ । বিংশ শতাব্দির শেষের দিকে তার এলবামের বেশ কিছু গান, রেডিও সহ গনমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায় ।

বিল্লাল হোসেন প্লাবন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon