আসিফ রুডলফায

আসিফ রুডলফায

লেখকের জন্ম ঢাকা শহরে ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে। এই শহরেই তার বেড় ওঠা। পড়াশোনা করেছেন নটরডেম কলেজের ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনিতি বিভাগে স্নাতক করেন। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি লেখালিখি শুরু করেন ব্লগিং এর মাধ্যমে। পরবর্তীতে বিভিন্ন অনলাইন পত্রিকাতেও ফিচার রাইটার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি লেখালিখির পাশাপাশি শখের ইউটিউবিং এবং ওয়েব শো নির্মাণ করছেন। “কথুলহু” তার প্রকাশিত প্রথম উপন্যাস।

আসিফ রুডলফায এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon