আম্মাকে আমার জন্ম সাল জিজ্ঞাসা করলে শুধু বলে মাঘ মাসের ১৭ তারিখ হয়েছিলাম। কোন বছরের মাঘ মাসের ১৭, তা আর বলতে পারেনা। আমার পরিচয়ের জন্ম বছরেই কি এক বিশাল গলদ! যাইহোক— বেঁচে আছি, সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? আলহামদুলিলাহ।
৳ 0