- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
ফারজানা রহমান শিমু
ফারজানা রহমান শিমু। গুনী একজন লেখক। নিভৃতচারী এই নারী লেখক সময়ের বিচারে অনেককে ছাড়িয়ে গেছেন। আশির দশকে লেখালেখির পথচলা শুরু যখন মাত্র চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। লেখালেখিতে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তিনি গল্পকার। তিনি অনুবাদক। কবি ও শিশুসাহিত্যিক। তার প্রতিটি লেখায় পাঠক খুঁজে পেয়েছে অন্য রকম নির্যাস। জীবনের নানা অনুষঙ্গ ও পদাবলী গল্পগুলোতে এতো নিখুঁত ছায়া ফেলেছে যা সহজেই পাঠকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছে। অত্যন্ত প্রচারবিমুখ অথচ সময়ের অন্যতম সেরা লেখক চট্টগ্রামের দৈনিক আজাদীতে আগামীদের আসরে ‘ছড়া’ নামে ছড়া লিখেই শুভ সূচনা করেন। গল্প, কবিতা, ছড়া, অনুবাদ প্রতিটি ক্ষেত্রেই তার পদচারনা । নিয়মিত করছেন বিশ্বনন্দিত অনুবাদকর্ম, যেগুলো রকমারি ডটকমের বেস্টসেলার তালিকায় রয়েছে। মজার ব্যাপার হলো, অত্যন্ত কম সময়ের মধ্যে তিনি বিশ্বে সমাদৃত এবং পুরস্কার জয়ী জনপ্রিয় বইগুলোর অনুবাদকর্মে নিজেকে সপে দিয়েছেন। ফলে বিশিষ্টজনদের চোখে তিনি ব্যতিক্রমী একজন লেখক। ফারজানা রহমান শিমু একজন মেধাসম্পন্ন শিক্ষকও বটেন। তাঁর আরেকটি পরিচয় তিনি একজন সংগঠক। সাহিত্যের পাশাপাশি অসম্ভব মানবিক গুণ সম্পন্না এই নারী সমাজ সংগঠক হিসেবে নিয়মিত অবদান রাখছেন। তিনি দেখিয়ে দিয়েছেন সমাজ মনস্ক মানবিক বেদনাও সাহিত্যে অবদান রাখতে সক্ষম। ২০১৯ সালের ৬ আগষ্ট চট্টগ্রামের স্বনামধন্য দৈনিক আজাদীর ‘খোলা হাওয়া’ বিভাগে প্রকাশিত হয় তার ‘মেঘ রোদ্দুর’ চমৎকার একটি গল্প। সমাজ জীবনের বাস্তব প্রতিচ্ছবি আদৃত নিরেট পরিবার ঘনিষ্ট ভালোবাসাময় গল্পটিতে ওঠে আসে সমাজ প্রত্যাখ্যাত জীবন থেকে পালিয়ে বেড়ানো এক মহিয়ষী শিক্ষিকার করুন কাহিনী। গল্পে ছন্দে জীবনের অনুষঙ্গ ছাপিয়ে সেটি হয়ে ওঠে এক নতুন প্রেক্ষাপট। অসাধারণ মানবীয় গল্প পাঠের ফলে নাড়া দেয়। শিক্ষিকা ফিরে পেলো নতুন জীবন। সেটি নিয়ে সেই সময় অর্থাৎ ২০১৯ সনের ২৫ আগষ্ট দৈনিক আজাদী প্রকাশ করে চমৎকার এক সম্পাদকীয়। গল্পের অনুষঙ্গটিকে উপস্থাপনের পাশাপাশি মানবীয় কাজের স্তুতিবাক্য ঝরে পড়ে এতে। শিমুর গল্পের প্রতিচ্ছবিতে ফুটে ওঠা জীবন যে বেঁচে থাকার সার্থক প্রেরণা- সেটাই আজ প্রমাণিত সত্য; গল্পকারের নিরেট লেখনীর সাথে মানবিক সহযোগিতার দারুণ এক যোজনা। লেখালেখির পাশাপাশি তিনি সামাজিক মনোবেদনা, মানব জীবনের নানা সুখÑদুুঃখের সাথী হতে তিনি একচুলও নড়েন না। সমাজ সংগঠক হিসেবে কাজ করছেন জান্নাত ফাউ-েশন নামের জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে। তিনি আরো জড়িত আছেন দীর্ঘকাল ধরে নারী শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে শিক্ষা,স্বাস্থ্য বাস্তবায়ন,ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংস্থা জেএসইউএসে গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট হিসেবে। সাহিত্যসেবী সংগঠন সাহিত্য বিশারদ সুহৃদের সহ সভাপতি হিসেবে সাহিত্যের সংগঠক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন।
ফারজানা রহমান শিমু এর বই সমূহ
Showing 1 to 34 of 34