সুলতানা ইসলাম ছন্দা

সুলতানা ইসলাম ছন্দা

সুলতানা ইসলাম ছন্দা মার্চ মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন। তিন ভাইবোনের মধ্যে সবার বড়। ফুলবাড়িয়াতে শৈশব কাটলেও ঢাকা এবং ময়মনসিংহ শহরে পড়াশোনা। অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স শেষ করার পর চীনের বেইহাং বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। ভালোবাসেন পড়তে ও লিখতে। ছোটবেলা থেকেই লেখালেখির শখ। পছন্দ করেন ছড়া, কবিতা ও গল্প লিখতে। 'লাল দাগ' ও 'গোলকধাঁধাঁ' তার প্রকাশিত দুটো একক গল্পগ্রন্থ। এছাড়া বিভিন্ন সংকলনে অসংখ্য গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। দুটো কাব্য সংকলনে বারোটি কবিতা প্রকাশিত হয়েছে ২০২১ বইমেলায়। 'স্বরাজের ছেঁড়া তার' ও 'মুক্ত বিহঙ্গ' কাব্য সংকলন। পরবর্তীতে 'কবিতার জলছবি', 'সাত সাগরের ওপারে', 'একমুঠো স্বপ্ন' যৌথ কাব্য সংকলনে প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতা। যৌথ গল্প সংকলনে প্রকাশিত হয়েছে ছোটগল্প। 'একশোতে একশো গল্পের বাক্স', 'নকশীকাঁথা', 'নক্ষত্রের জ্যোতি', 'গল্পের বাক্স ২', 'গল্পের বাক্স ৩', 'রহস্যলীনা ৩', 'মুখোশ একটি নদীর নাম', 'সাহিত্য তরী সংকলন ২০২২ এবং ২০২৩', 'হৃদয়ে বাংলাদেশ', 'সায়ানের ওপারে ফুল', 'স্বপ্নগুলো যেমন আমার' তার মধ্যে উল্লেখযোগ্য গল্প সংকলন। আরো বেশ কিছু গল্প সংকলনে স্থান পেয়েছে তার লেখা ছোট গল্প যেগুলো প্রকাশের অপেক্ষায়। তাছাড়া মিষ্টিকুটুম, ইচ্ছে স্বপ্ন ত্রৈমাসিক ম্যাগাজিনেও স্থান পেয়েছে তার লেখা গল্প ও ছড়া। প্রিয় শখ ভ্রমণ, বই পড়া, নাচ করা, ছবি আঁকা।

সুলতানা ইসলাম ছন্দা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon