পিটার উইলিয়াম অ্যাটকিন্স (জন্ম: ১০ আগস্ট, ১৯৪০, আমেরশাম, যুক্তরাজ্য) একজন ইংরেজ রসায়নবিদ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজের ফেলো। তিনি ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি ভৌত রসায়ন, অজৈব রসায়ন এবং আণবিক কোয়ান্টাম মেকানিক্স সহ জনপ্রিয় রসায়নের পাঠ্যপুস্তকের একজন বিশিষ্ট লেখক।
৳ 0