দিবাকর দাস

দিবাকর দাস

দিবাকর দাস পেশাগত কারণে যন্ত্রের সাথে সখ্যতা রাখতে হলেও মন থেকে চেষ্টা করেন গল্পের সাথে সখ্যতা রাখতে। গল্পের মধ্যেই মানুষের সাথে আড্ডা দিতে চান, একসাথে সহস্র মানুষের সাথে আড্ডা দেবার ব্যাপারটা সবচেয়ে বেশি উপভোগ করেন। লেখালেখি করার সময় পেরিয়ে গেছে দশ বছর। কিন্তু এখনো প্রতিটি শব্দ তার কাছে নতুনত্ব নিয়ে ধরা দেয়। প্রেয়সীর প্রথম স্পর্শের অনুভূতি দেয় একেকটা সমাপ্তি বাক্য। মানুষের মধ্যে মিলিয়ে যাওয়ার ইচ্ছে থেকেই আগামীতে লেখালেখি করার ইচ্ছে। কালতন্ত্রের পর লাল মিয়া ফকির সিরিজের দ্বিতীয় বই অমানিশি। এই যাত্রা বহুদূর অব্যাহত রাখার ইচ্ছে আছে।

দিবাকর দাস এর বই সমূহ

Showing 1 to 8 of 8

View

Sort icon