স্যার ডেরেক আলটন ওয়ালকট (জন্ম: ২৩ জানুয়ারী, ১৯৩০, ক্যাস্ট্রিজ, সেন্ট লুসিয়া মৃত্যু: ১৭ মার্চ, ২০১৭ , ক্যাপ এস্টেট, সেন্ট লুসিয়া) একজন সেন্ট লুসিয়ান কবি এবং নাট্যকার ছিলেন। তিনি ১৯৯২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাঁর রচনাগুলির মধ্যে রয়েছে হোমরিক মহাকাব্য ওমেরোস, যেটিকে অনেক সমালোচক "ওয়ালকটের প্রধান অর্জন হিসাবে দেখেন।
৳ 0