শাহ জালাল জোনাক

শাহ জালাল জোনাক

বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামে তাঁর জন্ম। শিক্ষার তাগিদে প্রাথমিক স্তর শেষ করেই ঢাকায় বসবাস। রাজধানী উত্তরার ছোট্ট একটি ভাড়া বাসায় বসে বসেই তাঁর কল্পনার এক রাজ্যে বিচরণ। কল্পনার যে রাজ্যে বসেই সে তাঁর সব পরিকল্পনার বীজ বুনে। পাগলামীর জীবনের সবটুকু জুড়েই মানুষের জন্য কাজ করে যেতে চায় সে। পরিবর্তন করতে চায় দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষা নিয়ে প্রায়ই লেখালিখি করে জাতীয় দৈনিকগুলোতে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর জন্য নিজ উদ্যোগে নিয়েছে 'চলো স্বপ্নের রাজ্যে' নামে একটি উদ্যোগ। এছাড়া বিজ্ঞানের কঠিন বিষয়গুলো সহজ ও মজার করে বুঝিয়ে 'জোনাকের পাঠশালা' নামে ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয় তাঁর ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে। তাঁর এসব শিক্ষা কার্যক্রম নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের দুইটি স্বনামধন্য টিভি চ্যানেল এটিএন নিউজ ও যমুনা টিভি তাঁকে নিয়ে অনুষ্ঠান করেছে। শুধু তাই নয়, ইতোমধ্যে প্রচুর মানুষের ভালবাসাও কুড়িয়েছেন এই তরুণ লেখক।

শাহ জালাল জোনাক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon