আহমদ ছফা

আহমদ ছফা

আহমদ ছফা (জন্ম- ৩০ জুন, ১৯৪৩ - মৃত্যু- ২৮ জুলাই, ২০০১) একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী ছিলেন।বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে রচিতবুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২) প্রবন্ধগ্রন্থে আহমদ ছফা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের মানচিত্র অঙ্কন করেন। আহমদ ছফা এর বই সমূহের মাঝে ওঙ্কার, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বাঙালি মুসলমানের মন, যদ্যপি আমার গুরু, গাভী বিত্তান্ত প্রভৃতি উল্লেখযোগ্য। এই পাঠকনন্দিত সাহিত্যিক ২০০১ সালের ২৮ জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

আহমদ ছফা এর বই সমূহ

Showing 1 to 42 of 42

View

Sort icon


Previous1Next