হাসান আজীজ

হাসান আজীজ

জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র অনুসারে আমার জন্ম ১০ মে ১৯৯৪। যদিও পরিচিতজনেরা বলেন—আমি তারও এক বছর আগেই পৃথিবীতে চলে এসেছি। বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে। বংশীয় পদবী ফরাজী/ফরায়েজী। জন্মের পর আব্বা-আম্মা মিলে নাম রেখেছেন আবুল হাসান মুহাম্মদ আজীজুর রহমান। সেখান থেকে কাটছাঁট করে বানিয়েছি হাসান আজীজ! এই কাটছাঁট করার পেছনে লম্বা গল্প আছে... আমার শিক্ষাজীবনের সিংহভাগ কেটেছে মালিবাগ জামিয়ায়। (মিজান থেকে দাওরা ও ইফতা) মাঝে এক বছর ছিলাম দারুল উলুম দেওবন্দে। বই পড়ার অভ্যাস পারিবারিকভাবে পেলেও লেখালেখির হাতেখড়ি মালিবাগ জামিয়ায়। জামিয়ার সাহিত্য মজলিস আমাকে শিখিয়েছে—লেখকরা ভিনগ্রহের কেউ নন; চাইলে আমিও লিখতে পারি। সেই শিক্ষাটাই কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি; সফলতা-ব্যর্থতা নির্ধারণের দায় আপনাদের।

হাসান আজীজ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon