মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম

মোহাম্মদ সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রঘুনাথপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। পিতা আলহাজ্ব মোঃ শামসুদ্দিন, মাতা মোসাঃ হামিদা খাতুন। তিনি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ক্রিমিনোলজি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি যুক্তরাষ্ট্রস্থ এফবিআই ন্যাশনাল অ্যাকাডেমির একজন গ্র্যাজুয়েট। ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। চাকুরি জীবনে মানিকগঞ্জ জেলায় এএসপি (প্রবি), ডিএমপিতে এসি (কল্যাণ), এসি (ফোর্স), এসি (লালবাগ জোন), এসি (ডিবি দক্ষিণ), এডিসি (ডিবি), এডিসি (কাউন্টার টেররিজম), ডিসি (কাউন্টার টেররিজম), ডিসি (উত্তরা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ২৪শে অক্টোবর ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পেশাগত জীবনে সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধ ও ভোলা পুলিশ বইটি সম্পাদনার মতো দুরূহ কাজ সম্পন্ন করেন। বই পড়া ও ভ্রমণ তাঁর প্রিয় শখ। কর্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, কাতার ও ভারত ভ্রমণ করেছেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon