সাজ্জাদ খান

সাজ্জাদ খান

পেশায় একজন শিক্ষক। ১৯৮৩ সনের ৩০ আগস্ট জন্ম গ্রহন করেন ঢাকার আযিমপুরে। ।গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে বর্তমানে তিনি সরকারী ১ম শ্রেনীর কর্মকতা হিসেবে হিসাব বিজ্ঞান প্রভাষক পদে কর্মরত আছেন। স্রোত তার দ্বিতীয় উপন্যাস। বই পড়া, পড়ানো স্বাভাবিক ভাবেই তার মজ্জাগত। লেখক হিসেবে তিনি তার রচনা শৈলীতে মানুষের জীবন বোধের অনেক অপরিচিত কিন্তু খুব প্রভাবক বিষয় গুলোর পাশাপাশি পরিচিত অনেক উপাদান গুলোকে তুলে ধরার চেস্টা করেন একটু ভিন্ন চোখে যা পাঠককে ভাবনায় বুদ হতে বাধ্য করে। আমাদের জীবন দর্শনের এমন কিছু সূক্ষ্ম উপাদান আছে যে গুলোর ভুল উপলব্ধি হয়তো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সাজ্জাদ খান সে সব বিষয়কে পাঠকের নিকট ছবির মতো তুলে ধরতে চান।

সাজ্জাদ খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon