মুফতি মেংক

মুফতি মেংক

ড. মুফতি ইসমাইল মেংক জিম্বাবুয়ী বর্তমান সময়ের ইসলামি পণ্ডিতবর্গের মধ্যে অন্যতম প্রভাবশালী ও বিশিষ্টজন। মদিনায় শরিয়া বিষয়ক অধ্যয়ন সমাপ্তের পর থেকেই তার নামের সঙ্গে যেন প্রশংসায় গাথা একটি মালা জড়িয়ে রয়েছে। মেংক সাহেবের প্রশংসিত হওয়ার এমন একটি কারণ হচ্ছে, ২০১০ সাল থেকে তিনি ‘দুনিয়ার শীর্ষ ৫০০ জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম’-দের মধ্যে একজন। এছাড়াও, অ্যান্ডারসগেট বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক দিকনির্দেশনা বিষয়ের ওপর তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়ে তাকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে থাকে। তিনি তার গভীর জ্ঞান, ভাষা ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, বুদ্ধি ও হাস্যরসের জন্য সকলের নিকট প্রিয় এবং সকলেই তার সম্পর্কে জ্ঞাত। এই বৈশিষ্ট্যগুলো যেন মেংক সাহেবের নিদর্শন হয়ে উঠেছে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে দর্শকদের উদ্দেশে বয়ান করে থাকেন। তিনি রাজাধিরাজদের সঙ্গে চলতে যেমনটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, ঠিক একইভাবে সাধারণ জনগণের সঙ্গে তাল মিলিয়ে চলতেও তিনি সমান পারদর্শী। মেংক সাহেবের বার্তা খুবই সরল-সহজ। সৎকর্ম করুন, পরকালের জন্য প্রস্তুত হওয়ার সময় অন্যের নিকট পৌঁছে যান। এই বার্তা জাতি বা ধর্ম নির্বিশেষে সকলের মাঝেই অনুরণিত হয়। তিনি মানবিক ও শিক্ষামূলক কর্মের সঙ্গে ব্যাপক পরিসরে সম্পৃক্ত।

মুফতি মেংক এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon