এহসান উল হক

এহসান উল হক

এহসান উল হক জন্ম ১৯৭০ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীতে। গ্রামের বাড়ি—নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামে। লেখাপড়া—খিলগাঁও গভর্নমেন্ট হাইস্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, নটরডেম কলেজ এবং আংশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘অনুবাদ ও লেখার মাধ্যমে নিজের দেশ ও সমাজের সামান্যতম উপকার হয়তো করা সম্ভব’ এমন ধারণা থেকে রচনার বিষয়বস্তু হিসেবে ‘আত্মউন্নয়ন’ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এ পর্যন্ত তার অনূদিত ও রচিত ১১টি সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে। তিনি আশা করেন, তার লেখার মান এবং ভুল-ত্রুটি সম্পর্কে বিজ্ঞ পাঠকবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন।

এহসান উল হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon