রুথ ওয়্যার

রুথ ওয়্যার

রুথ ওয়্যার (জন্ম: ১৯৭৭ লুইস, যুক্তরাজ্য) বেড়ে উঠেছেন সাসেক্সের লুয়েসে। বিবাহিত। দুটি কিউট বাচ্চাসমেত বর্তমানে বসবাস করেন উত্তর লন্ডনে। ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর উনি চলে যান প্যারিসে। উত্তর লন্ডনে বসতি স্থাপনের আগ পর্যন্ত সেখানে নানাবিধ কর্মে নিজেকে নিয়োজিত রাখেন। এই নানাবিধ কর্মের মধ্যে যেমন আছে ওয়েট্রেস কিংবা বই বিক্রেতার কাজ, তেমনি ইংরেজি ভাষার শিক্ষক এবং প্রেস অফিসার হিসেবেও কাজ করেছেন। 'ইন অ্যা ডার্ক, ডার্ক উড' তাঁর লেখা প্রথম থ্রিলার।

রুথ ওয়্যার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon