- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
ক্যারল এস ডিউইক
আমেরিকান এই মনস্তাত্ত্বিক তাঁর মাইন্ডসেট তত্ত্ব ও এই শীর্ষক লেখনী দিয়ে বদলে দিয়েছেন সাফল্যের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষের অন্তর্নিহিত সক্ষমতা নাকি সাফল্যকে আমরা যেভাবে দেখি তার উপর আমাদের সফলকাম হওয়া নির্ভর করছে এই চ্যালেঞ্জটি মনস্তাত্ত্বিক অধ্যাপক ক্যারল এস ডিউইক এর বই সমগ্রতে তিনি পাঠকদের প্রতি ছুঁড়ে দেন। ক্যারল এস ডিউইক এর জন্ম ১৯৪৬ সালের ১৭ই অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসায়ী বাবা ও এডভার্টাইজিং চাকুরে মায়ের তিনি ছিলেন একমাত্র কন্যাসন্তান। তিন ভাইবোনের মাঝে মেঝো সন্তান ছিলেন ক্যারল। ছোটবেলায় স্কুলে আইকিউ টেস্টের রেজাল্টের ভিত্তিতে শিক্ষার্থীদের সিটে বসার নিয়ম ছিলো। যাদের আইকিউ ছিলো সবার থেকে বেশি তারা সুযোগ পেতেন ব্ল্যাকবোর্ড মোছার, পতাকা বহনের কিংবা প্রিন্সিপালের কাছে নোট নিয়ে যাওয়ার। আইকিউ টেস্ট ক্যারলের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও সেই সময় আর সব শিক্ষার্থীর মতো ক্যারলও চাইতেন অন্যদের মাঝে সফল হতে। এই যে আইকিউ টেস্টের এই বিশেষায়ন এটাই ক্যারলের উন্নয়নের একটি অন্যতম বিন্দু হয়ে গিয়েছিলো। ক্যারল ১৯৬৭ সালে বার্নার্ড কলেজ থেকে তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ১৯৭২ সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে মনস্তত্ত্বের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। গ্র্যাজুয়েশনের পর পর ক্যারল এস ডিউইক তাঁর কর্মজীবন শুরু করেন ইলিনয় ইউনিভার্সিটি থেকে। এছাড়াও তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেন ও ফ্যাকাল্টি হিসেবে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মনস্তত্ত্বের ল্যুইস এন্ড ভার্জিনিয়া ইটন প্রফেসর পদে অধ্যাপনা করছেন। অধ্যাপক ক্যারল এস ডিউইক এর গবেষণার মূল আগ্রহের বিষয় ছিলো মোটিভেশন, ব্যক্তিত্ব ও উন্নয়ন। এই বিষয়ে কাজের জন্য তিনি প্রচুর খ্যাতিও অর্জন করেছেন। তাঁর বই ‘সেলফ থিওরিজ: দেয়ার রোল ইন মোটিভেশন, পার্সোনালিটি এন্ড ডেভেলপমেন্ট’ বইটি ১৯৯৯ সালে ওয়ার্ল্ড এডুকেশন ফেডারেশন কর্তৃক বুক অফ দ্য ইয়ার ঘোষিত হয়। ক্যারল এস ডিউইক এর বাংলা অনুবাদ বই সমূহ এর মধ্যে ‘মাইন্ডসেট: চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল’ বইটি বেশ পাঠকপ্রিয় এর সাবলীল ও সহজ বর্ণনার জন্য। ক্যারল এস ডিউইক তাঁর বিস্তৃত কর্মজীবনে জেমস ম্যাককিন ক্যাটেল আজীবন সম্মাননা পুরস্কারসহ বহু পুরস্কার লাভ করেছেন।
ক্যারল এস ডিউইক এর বই সমূহ
Showing 1 to 1 of 1