মাওলানা মুহাম্মদ মানজুর নোমানী (জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯০৫, সাম্বল, ভারত; মৃত্যু: ৪ মে, ১৯৯৭ (বয়স ৯১)) একজন ভারতীয় ইসলামিক পণ্ডিত ছিলেন। তার কাজের মধ্যে রয়েছে মা'আরিফুল হাদিস, ইসলাম কেয়া হ্যায় এবং, ইরানী বিপ্লব দারুল ১৯২৭ সালে উলূম দেওবন্দ থেকে স্নাতক হন, যেখানে তিনি কাশ্মীরির অধীনে হাদিস অধ্যয়ন করেন আনোয়ার শাহ।
৳ 0