শামিউল ইসলাম তুষার

শামিউল ইসলাম তুষার

১৯৯২ সালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার অন্তর্গত তালুক জামিরা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আঃ রশিদ সরকার ও মাতা সাহানা বেগম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি লেখকের গভীর ভালোবাসা জন্মে। তার লেখা বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন এবং যৌথ সংকলনে প্রকাশিত হয়েছে। লেখকের প্রথম বই, প্রথম অনুভূতি 'কুহেলিকা (২০২৪)' প্রকাশ হয় স্বরবর্ণ প্রকাশনী থেকে। 'আলোর মাঝে আঁধার (২০২৫)' তার দ্বিতীয় সামাজিক গল্পের বই। লেখক তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তু লে ধরেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। মরহুম দাদা-দাদির নামে 'রহিমা বনিজ পাঠাগার' তৈরি করা লেখকের স্বপ্ন। তিনি বর্তমানে রেনেসাঁ গ্রুপে টেকনিক্যাল সার্ভিস বিভাগে কর্মরত রয়েছেন।

শামিউল ইসলাম তুষার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon