সাজিদ রহমান

 সাজিদ রহমান

সাজিদ রহমানের জন্ম উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে। আশির দশকের শুরুতে, ৭ মার্চে। রেলজংশনবিধৌত মফস্বলের সোঁদা গন্ধমাখা কৈশোর শেষে পাড়ি জমান রাজধানীতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে থিতু হন প্রজাতন্ত্রের কর্মে। প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে ইংল্যান্ড থেকে মাস্টার্স করার আগে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এক কন্যা, এক পুত্র ও তাদের জননীকে নিয়ে কর্মস্থলের সুবাদে আরব বেদুইনের মতো তাঁবু খাটান দেশের নানা প্রান্তে। পেশায় সড়কশ্রমিক ও নেশায় কলমশ্রমিক এই গল্পকার মূলত একজন পাঠক। বন্ধুর পথ বেয়ে বেয়ে কিছুটা দৃষ্টিসীমায়, কিছুটা তারও বাইরের হরেক চরিত্র ও তাদের জীবনের দৃশ্যপট আঁকার প্রথম প্রয়াস ‘বিজিতের পলায়নবিদ্যা’।

সাজিদ রহমান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon