জোসেফ থমাস শেরিড্যান লে ফানু (জন্ম: ২৮ আগস্ট, ১৮১৪, ডাবলিন, আয়ারল্যান্ড মৃত্যু: ৭ ফেব্রুয়ারি, ১৮৭৩, ডাবলিন, আয়ারল্যান্ড) ছিলেন গথিক গল্প, রহস্য উপন্যাস এবং হরর ফিকশনের একজন আইরিশ লেখক। তিনি ছিলেন তার সময়ের একজন নেতৃস্থানীয় ভূতের গল্প লেখক, ভিক্টোরিয়ান যুগে এই ধারার বিকাশের কেন্দ্রবিন্দু। এম.আর. জেমস লে ফানুকে "ভূতের গল্পের লেখক হিসেবে একেবারে প্রথম স্থানে" বলে বর্ণনা করেছেন।
৳ 0