শামীম হোসেন

 শামীম হোসেন

শামীম হোসেন আত্মমগ্ন থাকেন কবিতাধ্যানে। জগঝম্পের বাইরে লেখালেখির ঝাউবাংলোয় মগ্ন থাকতে ভালোবাসেন। কবিতা রচনার পাশাপাশি কথাসাহিত্যেও রয়েছে তার সমান পারদর্শিতা। তার প্রকাশিত কবিতাগ্রন্থ: বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (২০০৭), পাখি পাখি ভয় (২০১১), উপমাংসের শোভা (২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (২০১৩), ধানের ধাত্রী (২০১৫), ডুমুরের আয়ু (২০১৭), হিম যন্ত্রাংশ (২০২১)। ছড়াগ্রন্থ : এক তুড়ি ছয় বুড়ি (২০০৮), গাছভাই নাচভাই (২০১৭)। লেখালেখির গণ্ডি ছাড়িয়ে সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘদিন যাবৎ প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৫), রূপান্তর সাহিত্য পুরস্কার (২০১৩), রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার (২০১১), অধ্যয়ন শিশু ফাউন্ডেশন পুরস্কার (২০০৬), বিশাল বাংলা সাহিত্য পুরস্কার (২০১৭), আন্ওয়ার আহমদ স্মৃতি পুরস্কার (২০১৭)। বর্তমানে তিনি গণমাধ্যমে কর্মরত। 

শামীম হোসেন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon