হুইসেল হুসেন

হুইসেল হুসেন

হুইসেল হুসেন পিতা: মোহাম্মদ ফরজ আলী, মাতা: মালেকা বেগম। আমি একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে চেনা করছি, অসাধারণ মানুষ হতে গেলে সময়কে সাধারণভাবে ব্যবহার না করে ভিন্নভাবে ব্যয় করতে হয়। শৈশব-কৈশোর আর যুবক বয়সে 'পথে বৃষ্টিতে ভেজা পত্রিকা, লাইব্রেরীর বই পড়তে পড়তে আমার মনেও মিনমিন করে গল্প আসতে শুরু হয়। সেগুন গাছের নিচে দাঁড়িয়ে জোছনামাখা রাত, আর 'বর্ষি পোকার গন শুনতে শুনতে নিজের ভেতর থেকে নিজে হারিয়ে যাই। আমার সাথে আমার পচুর কথা বলতে ইচ্ছে করে। আমার পাশে কেউ নেই, যে কথাগুলো বললে আমাকে বলবে এ অধ্যায়টা ভালো। যেহেতু কথাগুলো আমার, তাই প্রকাশ করার জন্য ডাইরি আর কলমকে বেছেনিই। যেখানে অনায়সে সবকিছু বলা যায়। আমার পল্প লেখার ধরণটা একটু ভিন্ন, যেখানে ভিন্ন কথা থাকে। মানুষের দুঃখ-কষ্ট নিয়ে একটা লেখক হিসেবে লিখার উচিৎ ছিল, আমি তা করিনি। কারণ আমি যদি হুড়িয়ে দিতে না পারি, দুঃখ ছড়িয়ে কি লাভ? দুঃখকে এক পাশে বসিয়ে রেখে তাকে ছানা পায়েস খাইয়ে, মুখকে উপভোগ করে বলি, 'ভালো আছি।' লেখকের অন্যান্য প্রকাশিত বই: শুধাংসু (উপন্যাস), হাতের চামড়ায় প্রেম থাকে (কবিতা), হয়তো নয়তো প্রেম (উপন্যাস), ওপাড়ের হাওয়া উেপন্যাস), নদী নেবো (উপন্যাস)।

হুইসেল হুসেন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon