ইয়াসিন আবদুর রউফ

ইয়াসিন আবদুর রউফ

ইয়াসিন আবদুর রউফ জন্ম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ১৯৯৭ সালে, ফতেপুর গ্রামে। মাদরাসাতুল মদীনা সাতক্ষীরা থেকে তিনি হিফজ সম্পন্ন করেন। এবং  জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০০৯, প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত হন। হাফেজ মাওলানা ইয়াসিন আবদুর রউফ, ২০১৬ সালের তাকমীল পরীক্ষায় অংশগ্রহন করে মেধাতালিকায় ১৯তম স্থান লাভ করেন। তরুণ এ আলিম বর্তমানে মাওলানা নূর হোসাইন কাসেমী রহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধার, ঢাকা এর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।    তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে আরবী ভাষায় লেখা মাওলানা নূর হোসইন কাসেমী রহ. জীবনী হায়াতু কা-ইদিল উম্মাহ, এছাড়া আত্তুহফাতুস সানিয়াহ লি তুল্লাবিল লুগাতিল আরাবিয়া ইত্যাদি। শিক্ষকতার পাশাপাশি বর্তমানে তিনি উচ্চতর পড়াশুনা, লেখালেখি ও অনুবাদ করে চলেছেন।

ইয়াসিন আবদুর রউফ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon