
সৈয়দ নাজমুল আবদাল শিশুদের জন্য বেশ কিছু বই লিখেছেন। ৭০ এর দশকের শেষের দিকে, তার সাধারণ বিজ্ঞানের বইগুলি প্রকাশিত হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ইত্তেফাক গ্রুপের বই প্রকাশনা প্রতিষ্ঠান বিবিআই-এ প্রকাশনা কর্মকর্তা হিসেবে কাজ করেন। কিছু কাল সাংবাদিকতা করেছেন সাপ্তাহিক রোববার এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং নরউইচ, যুক্তরাজ্যের বেল ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ব্রিটিশ সরকারের অধীনে কারিগরি সহযোগিতা প্রশিক্ষণ ব্যবস্থার সহায়তায় বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
৳ 0