ইমাম আন-নববী সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী নাওয়া গ্রামে ৬৩১ হিজরি (১২৩৩ খ্রিস্টাব্দ) মহররম মাসে জন্মগ্রহণ করেন। আল নাওয়াভি কোনো পরিচিত পরিবার থেকে আসেননি। তার পিতা ও অন্যান্য আত্মীয়স্বজনের কথা খুব কমই পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে তারা একটি বিনয়ী পরিবার ছিল।
৳ 0