ডা. সুমনা তনু শিলা জন্ম যশাের সদর উপজেলার পুরাতন কসবা, ঘােষপাড়া এলাকায়। বাবা মাে. জাকারিয়া আহমেদ, আবহাওয়াবিদ ছিলেন। তিনি খুলনা এবং বরিশাল বিভাগের প্রধান ছিলেন। তিনিও সাহিত্যিক ছিলেন । তার লেখা দুটি উপন্যাস ‘কৃষ্ণা’ ও ‘শেষ দেখা এবং খুলনা বেতার থেকে প্রচারিত নাটক ‘ঝড়’ সে সময়ে বেশ জনপ্রিয়তা পায়।। | ডা. সুমনা তনু শিলা যশাের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, যশাের ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২৪তম বিসিএস-এর একজন কর্মকর্তা। দীর্ঘ সাত বছর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি ফিজিওলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত।
৳ 0