মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান)

মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান)

মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান) ১৯৮৫ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নে ঝিকরজোড়া গ্রামে মরহুম আব্দুল খালেক ভূঁইয়া ও রৌশন আরা’র নবম সন্তান। যার হাতেখড়ি নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৯ সালে আলহাজ ওয়াজেদুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ও এমবিএ পাস করেন। তার রচিত আরও কাব্যগ্রন্থ ‘উদয়’ ও ‘মীরাশি’, উপন্যাস ‘স্বপ্ন নীল পাখি’ এবং প্রবন্ধগ্রন্থ ‘মনুষ্যত্ব সাহিত্য ও রাজনীতি’ প্রকাশের অপেক্ষায়। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon