পৃথিবীতে আগমন- জন্ম ১০, ১৯৯৭
তবে এসেই যেহেতু পড়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন প্রস্থানের আগে মহাকালের পাতায় নিজের নামটিকে লিপিবদ্ধ করার। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন লেখালিখি। ছাপার অক্ষরে এটিই তাঁর প্রথম বই, এর আগে একাধিক ই-বুক প্রকাশ পেয়েছে। পত্রপত্রিকা ও ম্যাগাজিনেও লিখেছেন বিস্তর।
৳ 0