মনসুর আহমেদ

মনসুর আহমেদ

মনসুর আহমেদ যার চরণ-মননজুড়ে শুধুই সাহিত্য। তিনি একজন মুক্তমনা প্রগতিশীল কবি, গল্পকার, শিশুসাহিত্যিক, প্রকাশক, সম্পাদক, গণমাধ্যমকর্মী ও সাহিত্য সংগঠক। জন্ম ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উপজেলা চুনারুঘাটের রানীরকোট গ্রামে। পিতা- মুহাম্মদ আব্দুল মোনেম। মাতা- জায়েদা বেগম। দু'জনেই সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত। পিতার সাংগঠনিক কর্মকাণ্ড ও চুনারুঘাটের সাংস্কৃতিক তীর্থস্থান খ্যাত রাজার বাজারের সাংস্কৃতিক কর্মকাণ্ড তাকে উদ্ধুদ্ধ করে।
ছোটবেলা থেকেই মনসুর আহমেদ জড়িয়ে পড়েন সাহিত্য ও ক্রীড়া অঙ্গনের সাথে। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিক, মাসিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে। তার কর্মজীবনের সূচনা উদ্যােক্তা হিসেবে। মেধা মনন দিয়ে গড়ে তুলেছেন ফ্যাশন হাউস 'উনিশ কুড়ি বুটিকস' ও ‘শব্দকথা প্রকাশন’। নিয়মিত সম্পাদনা করে যাচ্ছেন ত্রৈমাসিক শব্দকথা।
প্রকাশিত গ্রন্থ সমূহ:-
১. ফিরে এসো (কাব্যগ্রন্থ-২০০৭)
২. মুখোশ (কাব্যগ্রন্থ-২০২০)
৩. একাত্তরের গল্প (সম্পাদনা-২০২২)
৪. বঙ্গবন্ধু ও বাংলাদেশ (সম্পাদনা-২০২৩)
৫. মুক্তিপত্র (সম্পাদনা-২০২৪)

মনসুর আহমেদ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon