অদিতি তুলি

অদিতি তুলি

৬ই অক্টোবর, ২০০১: লেখিকা "অদিতি তুলি"র ধরণিতে আগমন। জীবনানন্দের জন্মভূমিতে বেড়ে ওঠা তাঁর। বয়স বাড়ার সাথে সাথে জীবন আর জীবিকার অন্বেষণে মানুষ যেমন ঘর ছাড়ে, তিনিও ঠিক একই কারণে আজ জাদুর শহরের বাসিন্দা।
নিজেকে বিশ্লেষণের সুযোগ দেওয়া হলে তিনি বলেন, "আমি এমন একজন, যে মুগ্ধ হই নন্দনতত্ত্বে; আগলে রাখে চেতনায় আর মননে যত সত্য, সৃষ্টিশীল, সনাতন ঐশ্বর্যের পুরোনো উদ্দীপক। মানুষের শরীরের অসুখ সারাতে গিয়ে অপ্রকাশিত মনের ভাষাটাও গড়তে শিখে নিয়েছে এতদিনে।"
লেখক নিজেকে একজন মনোযোগী শ্রোতা এবং পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। যাপিত জীবনের আনন্দ- দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি জমা রাখেন কবিতায়।
তিনি এমন এক মুক্তমনা অখ্যাত গাঙচিল, যে বরাবরই শেকড়ে ভালোবেসে মানুষ হতে চেয়েছেন।
লেখিকার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: "দুঃখগুলো নির্বাসিত হোক"। পাঠকমহল তার প্রথম বইটাকে বেশ আপন করে নিয়েছিল। এবার এসেছে তাঁর দ্বিতীয় বই ও প্রথম উপন্যাসজী আনন্দ বসন্ত সমাগমে
লেখিকার বিশ্বাস, তাঁর প্রথম উপন্যাসও পাঠকদের হৃদয়ের জায়গা দখল করে নিবে।

অদিতি তুলি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon