ফরিদুল ইসলাম নির্জন

ফরিদুল ইসলাম নির্জন

ফরিদুল ইসলাম নির্জন। জন্ম ১০ই অক্টোবর, সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়াতে। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করেন। বর্তমানে আইসিএমবি তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। শৈশব থেকেই পড়ার প্রতি তুমুল আগ্রহ, সেই আগ্রহ থেকেই নিয়মিত লিখতে থাকেন। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশে অনলাইনেও লিখছেন সরব। লেখালেখির হাতে খড়ি কবিতা হলেও বর্তমানে কথাসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন। বর্তমানে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছেন। বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে প্রকাশিত সাহিত্য বিষয়ক কাগজ 'সুহৃদ বন্ধন' সম্পাদনা করেছেন। দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১, সমকাল সুহৃদ সমাবেশ থেকে দেশের সেরা সুহৃদ একাদশ (সৃজনে) পঞ্চম স্থান, আত্মবিকাশ পাঠচক্র রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান, বাংলা একাডেমিতে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত 'তারণ্যে রুখবে সহিংসতা' রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান, বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গ্রন্থ সম্মাননা হিসেবে শুভেচ্ছা স্মারক-২০২২, বাসপ সাহিত্য পুরস্কার-২০২৩ অর্জন করেন। প্রকাশিত হয়েছে পাঁচটি গ্রন্থ শিশু-কিশোর গল্পগ্রন্থ 'স্কুল মাঠে ভূতের মেলা', রম্যগল্পের বই 'প্রেমের নাম হাসপাতাল' ও উপন্যাস 'আজো খুঁজি তারে', 'আশ্রয়' এবং 'আপনজন'।

ফরিদুল ইসলাম নির্জন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon