শিরিন শবনম

শিরিন শবনম

শিরিন শবনমের জন্ম দ্বীপশহর ভোলা জেলায়। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই লেখাপড়া। বিয়ে পরবর্তী জীবনের প্রয়োজনে ঢাকায় সেটেলড। কর্পোরেট ক্যারিয়ারে দীর্ঘ জীবন কাটানো বইপড়ুয়া শিরিন শবনমের লেখার হাতেখড়ি কোভিডকালীন ঘরবন্দি সময়ে। ব্যক্তি জীবনে শিরিন শবনম দুই কন্যার জননী। অনেক গল্প, কবিতা, প্রবন্ধ লিখলেও 'অভ্রান্ত বোধ' তার প্রথম মুদ্রিত উপন্যাস। নিজের মনে ডুবে থাকতে পছন্দ করা শিরিন শবনম সাহিত্যকে নিজের মধ্যে ধারণ করেন। সেই মননের ফলশ্রুতি তার এই লেখালেখির জগত।

শিরিন শবনম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon