ইমামউদ্দীন টলো

ইমামউদ্দীন টলো

আবু এইচ, ইমামউদ্দীন টলো, স্থাপত্যের প্রাক্তন অধ্যাপক, দাম্মাম বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। তাঁর বিদেশে ২২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, এর আগে তিনি ২১ বছর বুয়েট, ঢাকা, বাংলাদেশের একজন অনুষদ ছিলেন। স্থাপত্য বিভাগের পূর্ববর্তী প্রধান এবং বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ছিলেন। স্থাপত্য এবং স্থাপত্য সংরক্ষণের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। যার মধ্যে একটি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার কর্তৃক প্রকাশিত: 'ইসলামিক বিশ্বে স্থাপত্য ও নগর সংরক্ষণ'। তিনি স্থাপত্যের উপর বাংলায় একটি বই লিখেছেন: 'ডিজাইন রীতি ও স্থাপত্য ধারা'। বেশ কয়েকটি ভবনের ডিজাইন করেছেন, তার মধ্যে 'নগর ভবন'-ঢাকা দক্ষিণ পৌরসভার সদর দপ্তর সবচেয়ে উল্লেখযোগ্য। সিলেটের বাংলাদেশ ব্যাংক বিল্ডিং তাঁর পূর্বের নকশাগুলির মধ্যে একটি। ঢাকার ধানমন্ডিতে স্থপতির নিজের বাড়ি 'স্বরচিত সেবতি' ১৯৯৫ সালে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি] পুরস্কার লাভ করে।

ইমামউদ্দীন টলো এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon