বারিশ হক

বারিশ হক

 

বারিশ হক ব্র‍্যান্ড প্রমোটার ১৯৯৩ সালের ২৫ নভেম্বর বারিশ হক ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা নাজমুল হক মাতা আরজুমান্দ বানু চৈতী। বাবা মায়ের প্রথম সন্তান বারিশ হক। এছাড়া পরিবারে রয়েছে আদরের ছোট ভাই শাফিন হক। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে মানবিক শাখায় এইচএসসি পাশ করে ২০১৭ সালে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে জার্নালিজম বিষয় নিয়ে স্নাতক পাশ করেন। স্কুল জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি বারিশ হক সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকেন। ২০০৭ সালে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রথম উপস্থিত হোন। ২০১০ সালে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) থেকে নৃত্যের উপর তালিম নেয়। পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে নৃত্য পরিবেশনা, উপস্থাপনা এবং মডেলিং ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালে ব্যবসায়ী ও নির্মাতা আলভী রায়হান সীমান্ত এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন। বর্তমানে বারিশ হক একটি কন্যা সন্তানের জননী। পাশাপাশি তিনি প্রতিষ্ঠিত ব্র‍্যান্ড প্রমোটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ব্র‍্যান্ড প্রমোশনে কর্ম দক্ষতায় বারিশ হক অন্যতম জনপ্রিয় ব্র‍্যান্ড প্রমোটার হিসেবে স্বনামধন্য হয়ে বর্তমানে কাজ করে যাচ্ছেন।।

বারিশ হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon