নুথোয়াই মারমা

নুথোয়াই মারমা

নুথোয়াই মারমা। ডাক নাম : বারাঙ। জন্ম ১৩৫৭ মারমাব্দ। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অংজাই পাড়ার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মংঞইউ মারমা একজন গ্রামপ্রধান (কারবারী)। মা কোয়াইসাংউ মারমা একজন গৃহিণী। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন অংজাইপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাঙামাটি লংগদু বেসরকারি বিদ্যালয় এবং রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে মেধা তালিকায় সাধারণ বোর্ড বৃত্তি লাভ করেন। এইচএসসি সম্পন্ন করেন বান্দরবান সরকারি কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ‘শিক্ষা ও গবেষণা’ বিষয়ে বি.এড এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে ‘শিক্ষাপ্রশাসন ও লিডারশীপ’ বিষয়ে এম.এড সম্পন্ন করেন। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম মারমা তইরাংস্বা। পাহাড় তং পেরিয়ে তাঁর তৃতীয় গ্রন্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি মারমা ভাষায় অনুবাদ করেন তিনি। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মারমা ভাষায় অনুবাদ কমিটির অন্যতম সদস্য। ‘মারমা জাতির সন্ধানে’ ‘বাংলাদেশের মারমা বৌদ্ধ সমাজে আলোচিত—সমালোচিত ইস্যু’ ও ‘তলইং’ নামে কয়েকটি প্রবন্ধও রচনা করেছেন। তিনি একাধারে সংগঠক ও ভাষাপ্রেমী। বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএমএসসি’র ঢাকা মহানগর শাখা সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বনামধন্য একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

নুথোয়াই মারমা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon