ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে জন্ম নেওয়া 'বেথ কেম্পটন' একজন ইংরেজ লেখিকা। সেলফ হেল্পের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বই লেখা তার মৌলিক গুণ। লেখিকা ছাড়াও তার আরো দুটি পরিচয় রয়েছে- তিনি একাধারে একজন এন্ট্রাপ্রেনার এবং লাইফকোচ বা মেন্টর। বেথ কেম্পটন মূলত হ্যাপিনেস, ক্রিয়েটিভিটি এবং জাপান সম্পর্কে লিখতে পছন্দ করেন। তার বইগুলো আপনাকে জীবনে আরো অনুপ্রাণিত হতে সহায়তা করবে। বেথ তার লেখার মাধ্যমে মানুষের সাথে জীবন সম্পর্কিত ভালো ভালো ধারণা ছড়িয়ে দিতে চান। তার লেখা অন্য বইগুলোর মধ্যে- 'দ্য ওয়ে অব দ্য ফিয়ারলেস রাইটার', 'ফ্রিডম সিকার', 'উই আর ইন দিস টুগেদার' বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। বইগুলো সারাবিশ্বে ২৫টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
৳ 0