মোশাররফ হোসেন ভুঞা

মোশাররফ হোসেন ভুঞা

মােশাররফ হােসেন ভূঞা, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন পূবাইল ইউনিয়নের বড়দল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ শেষে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সপ্তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে সরকারি শুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন। কর্মজীবনের প্রচুর ব্যস্ততার মাঝে তিনি গবেষণামূলক বিশালাকারের গ্রন্থ কনস্টেবলের ডায়েরি রচনা করেন, যা প্রকাশের অপেক্ষায় আছে। পুষ্টিধন্য সন্তানের জননী কাব্যের কবিতায় নারী পুরুষের নিবিড় গােপন সম্পর্কের চৈতালী রােদ, প্রেমের নির্মল আবেগ, সমাজ ও রাষ্ট্রের দোলাচল চমৎকার বিন্যাসে উঠে এসেছে। বহুমাত্রিক মােশাররফ কেবল কাব্যই নয়, লিখছেন উপন্যাস, শিশুসাহিত্যও। উর্বশীর খােলা চিঠি (কাব্যগ্রন্থ), নারী কণিকা (কাব্যগ্রন্থ), শান্তি ও সরস্বতী দেশ (কাব্যগ্রন্থ), কোনাে এক গাঁয়ের কথা (উপন্যাস), কাঁকড়া নাচে তাধিনতা (শিশুতােষ গল্প) লেখকের প্রকাশিত গ্রন্থ। এবারের বই মেলায় প্রকাশিত গ্রন্থ : অমৃতের সন্তান (উপন্যাস), ভালােবাসার পদাবলী (কাব্যগ্রন্থ), হুলাে বেড়ালের সিনেমা দেখা (শিশুতােষ গল্প), পুঁটি মাছের মােছ (শিশুতােষ ছড়া) এবং রাতকানা ভূত (শিশুতােষ ছড়া)।