আরমান কবির

আরমান কবির

আরমান কবির; পেশায় ইংরেজি ভাষার একজন প্রভাষক ও প্রশিক্ষক। অনুবাদ সাহিত্যের মাধ্যমে লেখালেখির শুরু। অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে ইন্সটিংক্ট, রং প্লেস রং টাইম, আগাথা ক্রিস্টির সিটাফোর্ড মিস্ট্রি ইত্যাদি। পাশাপাশি লিখেছেন অসংখ্য ছোটোগল্প। কিছু প্রকাশিত হয়েছে রহস্যপত্রিকায়। কিছু রয়েছে আর্কাইভে। আর তার মধ্য থেকে বাছাই করা কিছু চলে এলো এই সংকলনে। প্রিয় লেখকদের তালিকায় আছেন সিডনি শেলডন, জেমস হ্যাডলি চেজ, এডগার এলান পো, রস ম্যাকডোনাল্ড, খুশবন্ত সিং প্রমুখ। দেশি লেখকদের মধ্যে কাজী আনোয়ার হোসেন, শেখ আব্দুল হাকিম ও খসরু চৌধুরী। তবে লেখালেখির পেছনে হুমায়ূন আহমেদের ভূমিকা আছে বলে মনে হয়। লেখক এক সময় আন্ডারগ্রাউন্ড মেটাল মিউজিক সিনের সাথে যুক্ত ছিলেন। বাদ্যযন্ত্রের প্রতি তাঁর আগ্রহ আছে। আর আছে সিনেমা দেখার বাতিক। অন্যান্য অপ্রকাশিত বই-বোকার স্বর্গ, রেড (সংকলন), গ্রিন (সংকলন), মৃত্যুর কারিগর, চোখের বদলে চোখ ইত্যাদি।

আরমান কবির এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon