এদোগাওয়া রানপো, নামটি মূলত ছদ্মনাম। আসল নাম হলো 'হিরাই তারো'। জন্ম ২১ অক্টোবর ১৮৯৪ সালে নবরি, মি, জাপান। ১৯১৬ সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি হিসাবরক্ষক হিসাবে একটি কোম্পানিতে যোগ দেন। কিছুদিন পর চাকরিটা ছেড়ে আরেক কোম্পানিতে কেরানি হিসাবে যোগ দেন। এরপর সেলসম্যানের কাজ করেছেন, নুডলস বিক্রি করেছেন এবং আরো অনেক পেশাতেই ছিলেন তিনি। কিন্তু অবশেষে এসে লেখালেখিতে থিতু হন। তাঁকে আধুনিক জাপানি থ্রিলারের পদপ্রদর্শক মানা হয়। এডগার অ্যালান পো'র এর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। এদোগাওয়া রানপো নামটি তিনি রেখেছিলেন, জাপানিরা যে বিশেষ ভঙ্গিতে 'এডগার অ্যালান পো'র উচ্চারণ করে, সেখান থেকে। অনেক বিশেষজ্ঞই তাঁকে 'জাপানের পো' বলে থাকেন। ইকেবুকুরো, টোকিও, জাপানে ২৮ জুলাই, ১৯৬৫ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই মহান লেখক।
৳ 0