মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার)

মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার)

মো. মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শরীফপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা খান কবীর আহমেদ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক। মো. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৪ সালে যুক্তরাজ্যের নর্থআন্ত্রিয়া ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদান এবং অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পাঁচবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন। বাংলাদেশে উগ্রপন্থা প্রতিরোধে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো এবং সুদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্তব্য পালনের জন্য তিনি চারবার জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। বিজ্ঞানের ছাত্র হলেও মো. মনিরুজ্জামান ছোটোবেলা থেকেই সাহিত্যানুরাগী এবং বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী নাছিমা সুলতানা ইডেন কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon