রণিত ভৌমিক

রণিত ভৌমিক

রণিত ভৌমিক। ভারত তথা পশ্চিমবঙ্গের জেলা হাওড়ায় জন্ম। রণিত ভৌমিক বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। বর্তমানে এক নামী বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত হলেও, লেখালিখি তাঁর নেশা। এ ছাড়াও রণিত ভালোবাসেন খেলাধুলা করতে, ইতিহাস নিয়ে চর্চা করতে, ছবি দেখতে ও গান শুনতে। বিভিন্ন পত্রপত্রিকা ও ই-ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি, ইউটিউবের নানা অডিও স্টোরি চ্যানেলে তাঁর লেখা গল্প শ্রোতাদের কাছে প্রশংসিত। ছোটোদের জন্য তাঁর লেখা নানান বই পশ্চিমবঙ্গের পাঠক মহলে বেশ সমাদৃত এবং প্রশংসিত। এছাড়াও বড়োদের জন্য তাঁর লেখা একাধিক উপন্যাস ও গল্প সংকলন ইতোমধ্যে প্রকাশিত। ‘সমুদার গোয়েন্দাগিরি’ হলো তাঁর লেখা শিশু-কিশোর উপযোগী গোয়েন্দা সিরিজ।

রণিত ভৌমিক এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon