সুমাইয়া মতিয়াতুর

সুমাইয়া মতিয়াতুর

জন্ম ৯ অক্টোবর ১৯৮৯ সিলেটে। স্কুলেই সাহিত্য চর্চার শুরু বিভিন্ন দেয়াল পত্রিকা এবং স্কুল ম্যাগাজিনে। উদ্ভাবনী রচনা লেখার জন্য লায়ন’স ক্লাব থেকে প্রথম স্থানের পুরস্কার পান স্কুলে থাকাকালীন এক প্রতিযোগিতায়। বাংলাদেশ বেতার-এ শিশু শিল্পী হিসেবে নিয়মিত কবিতা ও ছড়া আবৃত্তি করেছেন। আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন লিখেন তার প্রথম ইংরেজী সংক্ষিপ্ত উপন্যাস ‘প্যাসেজ অফ মিস্ট”। স্নাতক এবং স্নতকোত্তর শেষে কর্মরত ছিলেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, তিন বছরের মত শিক্ষকতা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে। সর্বশেষ সুগার কমিউনিকেশনস লিমিটেড নামক বিপণনী সংস্থার অন্যতম কর্নধার হিসেবে দায়িত্ব পালন করাকালীন, সম্পন্ন করেন তার প্রথম পূর্ণ ইংরেজী কিশোর ফ্যান্টাসি উপন্যাস ‘মাই পার্লস ডায়মন্ডস’। ২০২১ এর ফেব্রুয়ারিতে তার পদ থেকে অব্যাহতি নেয়ার পর নিজেকে নিযুক্ত করেছেন পুরোদস্তুর সাহিত্য চর্চায়। গল্পের পাশাপাশি সংগীত চর্চায় তার বিশেষ আগ্রহ রয়েছে, বর্তমানে তিনি পিয়ানো শেখার পাশাপাশি স্বরচিত বিভিন্ন গানের সুর সম্পাদনার কাজ করছেন।

সুমাইয়া মতিয়াতুর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon