ইমরান খান

ইমরান খান

ইমরান খান। বাগেরহাটে জন্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা করছেন। সেবা প্রকাশনীর রহস্য পত্রিকা দিয়ে ছাত্রজীবনে লেখা প্রকাশ শুরু। পরবর্তীতে দৈনিক প্রথম আলো, কালি ও কলম, শব্দঘর, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদে গল্প লেখেন। ‘ যন্ত্র ও জন্তু’ তাঁর দ্বিতীয় গল্প সংকলন। প্রথম গল্প সংকলন ‘জলাধারে স্রোতস্বিনী’ ২০১৮ সনে একুশে বইমেলায় প্রকাশিত হয়। প্রথম উপন্যাস ধাতব সময় এর জন্য পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫। তাঁর ছোটগল্প ’জ্যামিতিক জাদুকর’ ২০১৮ সনে কমনওয়েলথ ছোটগল্প পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়। অরুনাভ সিনহা’র অনুবাদে ‘The Geometric Wizard’ ’ নামে গল্পটি অনূদিত হয়ে সিঙ্গাপুর- ভিত্তিক প্রকাশনা কিতাব থেকে প্রকাশিত The Best Asian Short Stories সংকলনে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. নিয়াজ জামানের সম্পাদনায় বাংলাদেশের বিভিন্ন যুগের পঞ্চাশজন লেখকের অনুবাদ গল্প নিয়ে প্রকাশিত হয়  নামে একটি সংকলন। লেখকের ‘সুখস্মৃতি’ গল্পটির Where the Mango Tree Blossomed তাঁরই অনুবাদে ‘Sweet Memories’ নামে সেখানে নির্বাচিত হয়। মূল বাংলা গল্পটি বর্তমান সংকলনে অন্তর্ভুক্ত হলো। মাঝেমধ্যে অনুবাদ করে থাকেন। দিব্য প্রকাশ থেকে তাঁর অনুবাদে সম্প্রতি বেরিয়েছে জুলিয়া আনাস- এর লেখা Ancient Philosophy: A Very Short Introduction এর বাংলা সংস্করন প্রাচীন দর্শন: কালানুক্রমিক বিবর্তনের একটি সংক্ষিপ্ত ইতিহাস।

ইমরান খান এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon