মিডিয়া কর্মী আসিফ মোঃ নজরুল। একাধারে নাট্যকার ,অভিনেতা ,প্রযোজক এবং সাংবাদিক। এর আগে লিখেছেন গল্প এবং কবিতার বই। এবারই প্রথম লিখেছেন রোমান্টিক উপন্যাস ক্ষমা করে দিও। বইটি এবারের মেলায় প্রকাশিত হয়েছে । সীমিত সংখ্যক প্রকাশনার কারনে মেলাতেই বইটি শেষ হয়ে যায় । যার ফলে অনেক পাঠকই বইটি সংগ্রহ থেকে বঞ্চিত হয়। পাঠকের চাহিদার কথা বিবেচনা করে এবার বইটি তিনি অন লাইনে প্রকাশের উদ্যোগ নেন। যাতে উপন্যাস প্রেমীদের সাহিত্যক্ষুধা মিটাতে পারে এবং লেখকের নিজস্ব পাঠক তৈরি হয়।
৳ 0