আমীরুল ইসলাম ফুআদ

আমীরুল ইসলাম ফুআদ

আমীরুল ইসলাম মুজদ। তরুণ আলেম ও লেখক। অরেছেন নেত্রকোনায়। সীমান্তবর্তী উপজেল। কলমাকান্দার চন্দ্রডিঙা পাহাড়ের কোলে মাথা রেখে শুয়ে আছে যে সৌম্য-শান্ত রংছাতি গ্রাম, সেখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সবুজ বনবাপড়ি অর মাঠ-পাথারের বুকেই কেটেছে তার শৈশবের রঙিন মখমলে দিনগুলো। কৈশোরে ছেড়েছেন গ্রাম। কেরাণীগঞ্জে হয়েছে তাঁর শহুরে জীবনের এবতেদা। কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সর্বোচ্চ অথরিটি 'আল হাইয়াতুল উলিয়া'র অধীনে তাকমীল সম্পন্ন করেছেন আজনিয়ার ইব্রাহীম সাইনবোর্ড থেকে। ওখানেই সম্পন্ন করেন আরবি ভাব্য ও সাহিত্যে উচ্চতর ডিপ্লোমা কোর্স। বর্তমানে ইসলামি ফিকহ নিয়ে পড়ছেন ঐতিহ্যবাহী ডামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগে। দিনলিপি ও কবিতা দিয়ে লেখালিখির মশক শুরু করলেও আর দশটা এরুণ থেকে নিজেকে আলাস করার তাড়না যুআদকে মনোযোগী করে সিরিয়াস বিষয়-আশয়ে। বিরাত, ইতিহাস, দর্শন, সুফিজম ও ফিকরি নন-ফিকশনে বিশেষ আগ্রহ বোধ করেন। হাত পাকাতে দীর্ঘদিন নিয়মিত লিখেছেন নানান দৈনিক, মাসিক পত্রিকা ও পিটপন্যাগগুলোতে। ইতোমধ্যে তাঁর প্রকাশিত সিরাতগল্পের বই 'আলো ফোটা ভোর' পরিচিত মহলে প্রশংসা কুড়িয়েছে। 'সিরাজউৗেলা' বইটি তার বহুদিনের তথ্যত লাশের ফসল। আশা করছি বাংলার ইতিহাসের একটি অনন্য সংযোজন হিসেবে পাঠকের ব্যাপক কদর পাবে ইনশাআল্লাহ। আমি তাঁর ইলম ও ফিকিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আল্লাহ ইবুবারিকু ফিহ।

আমীরুল ইসলাম ফুআদ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon