ড. জ্যোৎস্নালিপি

ড. জ্যোৎস্নালিপি

সাংবাদিক, ছোটগল্পকার, গবেষক, তথ্যচিত্র নির্মাতা, শিশুসাহিত্যিক- সবগুলো মিলিয়েই জ্যোৎস্নালিপি। কৈশোরের আঙিনা থেকেই কথাশিল্পের সঙ্গে তার প্রণয়। লিটল ম্যাগাজিন দিয়ে সাহিত্যসাধনা শুরু হলেও একসময় হাজির হয়েছেন দৈনিক পত্রিকাগুলোতে। সম্পাদিত লিটলম্যাগ 'ধ্রুব'। প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে বাংলাসাহিত্যে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। সাংবাদিকতায় রয়েছে উচ্চতর ডিগ্রি ও ফেলোশিপ। দৈনিক প্রথম আলো, দৈনিক দেশবাংলা, দৈনিক সংবাদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। শিশুসাহিত্য ও গবেষণায় পেয়েছেন পুরস্কার। তার গ্রন্থের সংখ্যা ২৮।